বাংলাদেশ এবং ভারত এর চলচ্চিত্র
চলচ্চিত্র এক প্রকারের দৃশ্যমান বিনোদন মাধ্যম। চলমান চিত্র তথা "মোশন পিকচার" থেকে চলচ্চিত্র শব্দটি এসেছে। এটি একটি বিশেষ শিল্প মাধ্যম। বাস্তব জগতের চলমান ছবি ক্যামেরার মাধ্যমে ধারণ করে বা এনিমেশনের মাধ্যমে কাল্পনিক জগৎ তৈরি করে চলচ্চিত্র নির্মাণ করা হয়। চলচ্চিত্রের ধারণা অনেক পরে এসেছে, ঊনবিংশ শতকের শেষ দিকে। আর এনিমেশন চিত্রের ধারণা এসেছে আরও পরে। বাংলায় চলচ্চিত্রের প্রতিশব্দ হিসেবে ছায়াছবি, সিনেমা, মুভি বা ফিল্ম শব্দগুলো ব্যবহৃত হয়।
চলচ্চিত্র সম্পর্কে আরো বিস্তারিত জানতে ক্লিক করুন
ভারতের চলচ্চিত্র শিল্প টিকিট বিক্রির সংখ্যা এবং প্রতি বছর মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রের সংখ্যার দিক দিয়ে পৃথিবীতে অন্যতম বৃহৎ।
ভারত এর চলচ্চিত্রসম্পর্কে আরো বিস্তারিত জানতে ক্লিক করুন
বর্তমানে বাংলা চলচ্চিত্র ( বাংলা সিনেমা ) ভারতের কলকাতা থেকে এবং বাংলাদেশের ঢাকা থেকে তৈরি হয়। বাংলাদেশ এর চলচ্চিত্র সম্পর্কে আরো বিস্তারিত জানতে ক্লিক করুন।
বাংলাদেশ এর চলচ্চিত্রে আলোচিত কয়েকজন শিল্পী এর নাম এবং এদের জীবনি সম্পর্কে আরো বিস্তারিত জানতে নিচে দেওয়া নাম গুলতে ক্লিক করুন☞
☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "বাংলাদেশ এবং ভারত এর চলচ্চিত্র "
Post a Comment