অনিল কাপুর

অনিল কাপুর


অনিল কাপুর অভিনিত উল্লেখযোগ্য চলচ্চিত্রসমূহঅনিল কাপুর (জন্ম ২৪ ডিসেম্বর ১৯৫৬)একজন ভারতীয় অভিনেতা এবং চলচ্চিত্র প্রযোজক। তাকে অসংখ্য বলিউড সিনেমায় এবং সম্প্রতি আন্তর্জাতিক সিনেমায় তাকে অভিনয় করতে দেখা যায়। কাপুর, ৪০ বছর ধরে অভিনয় করেন এবং এরপর তিনি সমালোচক গান্ধী, মাই ফাদার (Gandhi, My Father) চলচ্চিত্র প্রযোজনার মাধ্যেম তিনি চলচ্চিত্র প্রযোজনা শুরু করেন।


অনিল কাপুর হিন্দি চলচ্চিত্রে অভিষেক করেন, উমেষ মেহরার হামারে তুমহারে (Hamare Tumhare) (১৯৭৯) সিনেমায় একটি ছোট্ট চরিত্রে অভিনয়ের মাধ্যমে। তারপর ১৯৮০ সালে প্রধান অভিনেতা হিসেবে বর্ষীয়ান পরিচালক বাপু পরিচালিত তেলেগু সিনেমা ভামসা ভ্রুক্ষাম (Vamsa Vruksham) এ অভিনয় করেন। তারপর তিনি কন্নড় চলচ্চিত্রে অভিষেক করেন মানি রত্নের ব্লকবাস্টার পল্লবী আনু পল্লবী (Pallavi Anu Pallavi) এ অভিনয়ের মাধ্যমে। তিনি প্রথম ফিল্মফেয়ার পুরস্কার জিতেন, সহ-অভিনেতা বিভাগে। তিনি যশ চোপরার মশাল (Mashaal) (১৯৮৪) এ সহ-অভিনেতা হিসেবে অভিনয়ের জন্যে তিনি এই পুরস্কার জিতেন। কাপুর প্রথম ফিল্মফেয়ার সেরা অভিনেতার পুরস্কার জিতেন এন.চন্দ্রের তেজাব (Tezaab) (১৯৮৮) এবং পরে আবার সেরা অভিনেতার পুরস্কার জিতেন ইন্দ্র কুমারের ব্যথা (Beta) (১৯৯২) সিনেমায় অভিনয়ের জন্যে। এছাড়া তিনি সমালোচক প্রসংশিত এবং বাণিজ্যিকভাবে সফল বহু সিনেমায় অভিনয় করেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলঃ ও সাত দিন (Woh Saat Din) (১৯৮৩),মেরি জাং (Meri Jung) (১৯৮৫),জাংবাজ(Janbaaz) (১৯৮৬),কার্মা(Karma) (১৯৮৬),মিঃ ইন্ডিয়া (Mr. India) (১৯৮৭),ভিরাসাত (Virasat) (১৯৯৭) এই সিনেমার জন্য তিনি ফিল্মফেয়ার সেরা অভিনেতার পুরস্কার অর্জন করেন, বিবি নাম্বার ওয়ান (Biwi No.1) (১৯৯৯),তাল (Taal) (১৯৯৯) এই সিনেমার জন্য তিনি তার দ্বিতীয় ফিল্মফেয়ার সেরা সহ-অভিনেতার পুরস্কার অর্জন করেন, পুকার (Pukar) (২০০০) এই সিনেমার জন্য তিনি সেরা অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেন, নো এন্ট্রি (No Entry) (২০০৫) এই সিনেমার জন্যেও তিনি সেরা অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেন, ওয়েলকাম (Welcome) (২০০৭),রেস (Race) (২০০৮) এবং রেস ২ (Race 2) (২০১৩)।

অনিল কাপুর অভিনিত উল্লেখযোগ্য চলচ্চিত্রসমূহঅনিল কাপুরের আন্তর্জাতিক চলচ্চিত্রের প্রথম অভিনয় করেন, ড্যানি বয়েলে ২০০৮ একাডেমী পুরস্কার জয়ী সিনেমা স্লামডগ মিলিয়নীর (Slumdog Millionaire)। এই সিনেমায় অসাধারণ অভিনয়ের জন্যে তিনি স্ক্রিন অ্যাক্টরস গিল্ড অ্যাওয়ার্ড ফর আউটস্ট্যান্ডিং পাফরমেন্স বাই এ কাস্ট ইন এ মোশন পিকচার (Screen Actors Guild Award for Outstanding Performance by a Cast in a Motion Picture) অর্জন করেন। একশন টেলিভিশন সিরিজ টুয়েন্টি ফোর এর অষ্টম অধিবেশনে তার কাজ আমেরিকান সংবাদপত্রে প্রসংশা অর্জন করে।সারা বিশ্বব্যপী, অনিল কাপুর সর্বজন স্বীকৃত ভারতীয় অভিনেতাদের মধ্যে একজন।

অনিল কাপুর অভিনিত উল্লেখযোগ্য চলচ্চিত্রসমূহ
১৯৭৯
হামারে তুমহারে (Hamare Tumhare)

১৯৮০
ভামসা ভ্রুক্ষম (Vamsa Vruksham)
এক বার কাহো (Ek Baar Kaho)
হাম পাঁচ (Hum Paanch)

১৯৮২
শক্তি (Shakti)

১৯৮৩
পল্লবী অনু পল্লবী (Pallavi Anu Pallavi)
সাত দিন (Woh Saat Din)
আন্ধা এযু নাতকাল (Andha Ezhu Naatkal)

১৯৮৪
মশাল (Mashaal)
আন্দার বাহার (Andar Baahar)
লাইলা (Laila)
লাভ ম্যারিজ (Love Marriage)

১৯৮৫
সাহেব (Saaheb)
মোহাব্বাত (Mohabbat)
মেরি জং (Meri Jung)

১৯৮৬
কাহা কাহা সে গুজার (Kahan Kahan Se Guzar)
পেয়ার কা সিন্দুর (Pyaar Ka Sindoor)
চামেলী কি শাদী (Chameli Ki Shaadi)
মশাল (Aap Ke Saath)
জানবাজ (Janbaaz)
পেয়ার কিয়া পেয়ার কারেঙ্গা (Pyar Kiya Hai Pyar Karenge)
কর্ম (Karma)
ইনসাফ কি আওয়াজ (Insaaf Ki Awaaz)

১৯৮৭
ইতিহাস (Itihaas)
মিঃ ইন্ডিয়া (Mr. India)
হিফাযত (Hifazat)
ঠিকানা (Thikana)

১৯৮৮
কসম (Kasam)
রাম-অবতার (Ram-Avtar)
বিজয় (Vijay)
সোনে পে সোহাগা (Sone Pe Suhaaga)
তেজাবে (Tezaab)
ইন্তেকাম (Inteqam)

১৯৮৯
রাম লক্ষ্মণ (Ram Lakhan)
জোশিলায় (Joshilaay)
ঈশ্বর (Eeshwar)
তেলেগু সাথী মুত্যায়াম (Swathi Mutyam)
রাখওয়ালা (Rakhwala)
অভিমন্যু (Abhimanyu)
আগ সে খেলেঙ্গা (Aag Se Khelenge)
কালা বাজার (Kala Bazaar)
পারিন্দা (Parinda)

১৯৯০
আওয়ার্গ (Awaargi)
কিশান কানাইয়্যা (Kishen Kanhaiya)
ঘার হো তো এইসা (Ghar Ho To Aisa)
জীবন এক সংঘর্ষ (Jeevan Ek Sangharsh)
আমাব (Amba)
জামাই রাজা (Jamai Raja)
আথাইকি যামুদু আম্মাইকি মগুদু (Athaiki Yamudu Ammaiki Mogudu)

১৯৯১
জিগারওয়ালা (Jigarwala)
বেনাম বাদশাহ্ (Benaam Badsha)
প্রতিকার (Pratikar)
লামহে (Lamhe)

১৯৯২
বেটা (Beta)
জিন্দেগী এক জুয়া (Zindagi Ek Jua)
হামলা (Humlaa)
খেল (Khel)
হীর রাঞ্ঝা (Heer Ranjha)
অপরাধী (Apradhi)

১৯৯৩
রুপ কা রাণী চোরুন কা রাজা (Roop Ki Rani Choron Ka Raja)
গুরু দেব (Guru Dev)
১৯৯৪ লাডলা (Laadla)
আন্দাজ (Andaz)
১৯৪২: এ লাভ স্টোরি (1942: A Love Story)
মিঃ আজাদ (Mr. Azaad)

১৯৯৫
ত্রিমূর্তি (Trimurti)

১৯৯৬
রাকুমার (Rajkumar)
লোফার (Loafer)
ভেলাই কিদাইচুদুচু (Velai Kidaichuduchu)
মিঃ বেচারা (Mr. Bechara)
ভিতলা ভিশেঙ্গা (Veetla Viseshanga)
জুদাই (Judaai)
শুভলঙ্গম (Subhalagnam)
ভিরাসাত (Virasat)
থেভার মাগান (Thevar Magan)
দিওয়ানা মাস্তানা (Deewana Mastana)
চন্দ্রলেখা (Chandralekha)

১৯৯৮
কাভি না কাভি (Kabhi Na Kabhi)
ঘারওয়ালী বাহারওয়ালী (Gharwali Baharwali)
থাইকুলাম থাইকুলাম (Thaaikulame Thaaikulame)
ঝুট বলে কাওয়া কাটে (Jhooth Bole Kauwa Kaate)

১৯৯৯
হাম আপ কে দিল মে রেহতি হ্যায় (Hum Aapke Dil Mein Rehte Hain)
পবিত্র বন্ধন (Pavitra Bandham)
বিবি নাম্বার ওয়ান (Biwi No.1)
মন (Mann)
তাল (Taal)

২০০০
বুলান্দি (Bulandi
নাত্তামাই (Nattamai)
পুকার (Pukar)
হামারা দিল আপকে পাস হে (Hamara Dil Aapke Paas Hai)
পেল্লিচেসিকুন্দাম (Pellichesikundam)
কারোবার (Karobaar: The Business of Love)

☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "অনিল কাপুর "

Post a Comment

যোগাযোগ ফর্ম

Name

Email *

Message *