দিতি

দিতি


দিতি অভিনিত উল্লেখযোগ্য চলচ্চিত্রসমূহপারভীন সুলতানা যিনি দিতি নামে বেশি পরিচিত (৩১ মার্চ, ১৯৬৫- ২০ মার্চ ২০১৬) একজন বাংলাদেশী অভিনেত্রী। তার জন্ম নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ে। তার অভিনীত প্রথম চলচ্চিত্র উদয়ন চৌধুরী পরিচালিত ‘ডাক দিয়ে যাই’। ৩১ বছরের অভিনয় জীবনে দুই শতাধিক ছবিতে কাজ করেছেন দিতি। ১৯৮৭ সালে স্বামী স্ত্রী (১৯৮৭) ছবিতে অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।


সিনেমার পাশাপাশি টিভি নাটকেও অভিনয় করেছেন দিতি। নাটক পরিচালনাও করেছেন। এ ছাড়া রান্নাবিষয়ক অনুষ্ঠানও উপস্থাপনা করেছেন। অভিনয়ের বাইরে মাঝেমধ্যে গান গাইতেও দেখা গেছে তাঁকে। প্রকাশিত হয়েছে তাঁর একক গানের অ্যালবামও। বিজ্ঞাপনচিত্রে মডেলও হন তিনি।

দিতি অভিনিত উল্লেখযোগ্য চলচ্চিত্রসমূহ
ডাক দিয়ে যাই
আমিই ওস্তাদ
স্বামী-স্ত্রী (১৯৮৭)
হীরামতি (১৯৮৮)
দুই জীবন (১৯৮৮)
বীরঙ্গনা সখিনা (১৯৮৯)
আপন ঘর (১৯৯০)
ভাই বন্ধু
উছিলা
লেডি ইন্সপেক্টর
খুনের বদলা
আজকের হাঙ্গামা
স্ত্রীর পাওনা (১৯৯১)
শ্বশুর বাড়ি (১৯৯১)
চাকর (১৯৯২)
বেপরোয়া (১৯৯২)
লক্ষ্মীর সংসার (১৯৯২)
ভয়ংকর সাত দিন (১৯৯৩)
পাপী শত্রু (১৯৯৫)
আজকের সন্ত্রাসী (১৯৯৬)
দূর্জয় (১৯৯৬)
স্নেহের প্রতিদান (১৯৯৯)
শেষ উপহার
চরম আঘাত
অপরাধী
কালিয়া
কাল সকালে (২০০৫)
চার সতীনের ঘর (২০০৫)
নয় নম্বর বিপদ সংকেত (২০০৭)
আকাশ ছোঁয়া ভালোবাসা (২০০৮)
মেঘের কোলে রোদ (২০০৮)
প্রিয়তমেষু (২০০৯)
মাটির ঠিকানা (২০১১)
হৃদয় ভাঙ্গা ঢেউ (২০১১)
দ্য স্পিড (২০১২)
তবুও ভালোবাসি (২০১৩)
পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী (২০১৩)
কঠিন প্রতিশোধ (২০১৪)
জোনাকির আলো (২০১৪)
মুক্তি (২০১৪)
অন্তরঙ্গ (২০১৫)
দুই পৃথিবী (২০১৫)
রাজাবাবু (২০১৫)
আইসক্রিম (২০১৬)
সুইটহার্ট (২০১৬)
ধূমকেতু (২০১৬)
যে গল্পে ভালবাসা নেই (২০১৭)

☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "দিতি "

Post a Comment

যোগাযোগ ফর্ম

Name

Email *

Message *