ফেরদৌস আহমেদ
ফেরদৌস আহমেদ (জুন ৭, ১৯৭৬) বিংশ শতাব্দীর শেষ দশকে আবির্ভূত একজন জনপ্রিয় বাংলাদেশী চলচ্চিত্র অভিনেতা। তার অভিনীত প্রথম চলচ্চিত্র প্রয়াত নায়ক সালমান শাহ এর অসমাপ্ত কাজ বুকের ভিতর আগুন, এটির পরিচালক ছিলেন ছটকু আহমেদ। তার মুক্তিপ্রাপ্ত প্রথম সার্থক চলচ্চিত্র গাজী মাজহারুল আনোয়ারের পরিচালনায় পৃথিবী আমারে চায় না।পাশাপাশি তিনি কলকাতার চলচ্চিত্রে অভিনয় করছেন নিয়মিত। মিট্টি নামে ২০০১ সালে একটি বলিউড এর চলচ্চিত্রে তিনি অভিনয় করেছেন।১৯৯৮ সালে তিনি খ্যাতিমান চলচ্চিত্রকার বাসু চ্যাটার্জি পরিচালিত হঠাৎ বৃষ্টি ছবিতে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। চলচ্চিত্রে অভিনয়ের পাশপাশি তিনি মডেলিং, টিভি উপস্থাপনা ও টেলিভিশন নাটকে অভিনয় করেছেন।[৩] বাংলাদেশের চলচ্চিত্র শিল্পে তার অনবদ্য অভিনয়ের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার তাকে চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারের শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেতার পুরস্কারে ভূষিত করেছে। এগুলো হচ্ছে হঠাৎ বৃষ্টি (১৯৯৮), গঙ্গাযাত্রা (২০০৯), কুসুম কুসুম প্রেম (২০১১), ও এক কাপ চা (২০১৪)। ফেরদৌস অভিনীত সফল চলচ্চিত্রের মধ্যে হঠাৎ বৃষ্টি (১৯৯৮), পৃথিবী আমারে চায় না (১৯৯৮), চুপি চুপি (২০০১), এই মন চায় যে (২০০১), সবার উপরে প্রেম (২০০২), প্রেমের জ্বালা (২০০২), বউ-শাশুড়ির যুদ্ধ (২০০৩), প্রাণের মানুষ (২০০৩), চন্দ্রকথা (২০০৩), খায়রুন সুন্দরী (২০০৪), দুই নয়নের আলো (২০০৫), ফুলের মত বউ (২০০৬), গোলাপী এখন বিলাতে (২০১০), গেরিলা (২০১১) অন্যতম।এছাড়াও ফেরদৌস আহমেদ চ্যানেল আই সেরা নাচিয়ে, নৃত্য অনুষ্ঠানের প্রধান বিচারকের দায়িত্ব পালন করেন।
ফেরদৌস আহমেদ অভিনিত উল্লেখযোগ্য চলচ্চিত্রসমূহ
বুকের ভিতর আগুন (১৯৯৭)
হঠাৎ বৃষ্টি (১৯৯৮)
চুড়িওয়ালা (২০০১)
কারাগার (২০০২)
কখনো মেঘ কখনো বৃষ্টি (২০০৩)
চন্দ্রকথা (২০০৩)
রাক্ষুসী (২০০৪)
ব্যাচেলর(২০০৪)
দুই নয়নের আলো (২০০৫)
রানীকুঠির বাকী ইতিহাস (২০০৬)
আহা! (২০০৭)
গঙ্গাযাত্রা (২০০৯)
অবুঝ বউ (২০১০)
গোলাপী এখন বিলাতে (২০১০)
জাগো (২০১০)
কুসুম কুসুম প্রেম (২০১১)
গেরিলা (২০১১)
হঠাৎ সেদিন (২০১২)
বৃহন্নলা (২০১৪)
এক কাপ চা (২০১৪)
শোভনের স্বাধীনতা (২০১৫)
অনিল বাগচীর একদিন (২০১৫)
স্বর্গ থেকে নরক (২০১৫)
ফেরদৌস আহমেদ অভিনিত উল্লেখযোগ্য চলচ্চিত্রসমূহ
বুকের ভিতর আগুন (১৯৯৭)
হঠাৎ বৃষ্টি (১৯৯৮)
চুড়িওয়ালা (২০০১)
কারাগার (২০০২)
কখনো মেঘ কখনো বৃষ্টি (২০০৩)
চন্দ্রকথা (২০০৩)
রাক্ষুসী (২০০৪)
ব্যাচেলর(২০০৪)
দুই নয়নের আলো (২০০৫)
রানীকুঠির বাকী ইতিহাস (২০০৬)
আহা! (২০০৭)
গঙ্গাযাত্রা (২০০৯)
অবুঝ বউ (২০১০)
গোলাপী এখন বিলাতে (২০১০)
জাগো (২০১০)
কুসুম কুসুম প্রেম (২০১১)
গেরিলা (২০১১)
হঠাৎ সেদিন (২০১২)
বৃহন্নলা (২০১৪)
এক কাপ চা (২০১৪)
শোভনের স্বাধীনতা (২০১৫)
অনিল বাগচীর একদিন (২০১৫)
স্বর্গ থেকে নরক (২০১৫)
☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "ফেরদৌস আহমেদ "
Post a Comment