অক্ষয় কুমার

অক্ষয় কুমার


অক্ষয় কুমার অভিনিত উল্লেখযোগ্য চলচ্চিত্রসমূহঅক্ষয় কুমার (হিন্দি: अक्षय कुमार; পাঞ্জাবি: ਅਕਸ਼ੈ ਕੁਮਾਰ; জন্মঃ ৯ সেপ্টেম্বর ১৯৬৭) হলেন একজন ভারতীয় হিন্দি চলচ্চিত্র অভিনেতা। তার মূল নাম রাজিব হরি ওম ভাটিয়া।

নব্বই এর দশকে তিনি মূলত অ্যাকশন হিরো হিসেবে পরিচিত ছিলেন। ২০০২ সালে তিনি শ্রেষ্ঠ খল-নায়ক পুরস্কার পান। তিনি বর্তমানে রম্য চলচ্চিত্রে অভিনয় করে বেশি জনপ্রিয়তা পেয়েছেন। তিনি রাজেশ খান্নার জামাতা হন।



জন্ম ও শিক্ষাজীবন
অক্ষয় কুমারের জন্ম পাঞ্জাবের অমৃতসরে৷ বাবা সামরিক বাহিনীতে ছিলেন। তার মায়ের নাম আরুনা ভাটিয়া। কুমার নাচিয়ে হিসেবে বেশি পরিচিত ছিলেন। মুম্বাইয়ে স্থানান্তর হওয়ার পূর্বে তিনি দিল্লির চাঁদনি চকে থাকতেন। মুম্বাইয়ে তিনি কলিওারাতে থাকতেন, সেখানকার অধিকাংশ মানুষ ছিলো পাঞ্জাবী। তিনি মুম্বাইয়ের ডন বসকো স্কুল এ পড়েন এবং পরে তিনি মুম্বাইয়ের গুরু নানক খালসা কলেজএ পড়াশোনা করেন। কুমারের বোনের নাম আল্কা ভাটিইয়া।

অক্ষয় কুমার অভিনিত উল্লেখযোগ্য চলচ্চিত্রসমূহতায়কোয়ান্দোতে ব্লাক বেল্ট পাওয়ার পর তিনি আরো মার্শাল আর্ট শিখার জন্য ব্যাংকক এ যান। পরে থাইল্যান্ড এ তিনি মুই থাই শিখার পর প্রধান ওয়েটার এর কাজ করেন, তিনি কিছুদিন বাংলাদেশেও কাজ করেছিলেন । যখন তিনি মুম্বাই এ ফিরে আসেন, তখন তিনি মার্শাল আর্ট শেখানো শুরু করেন। তার এক ছাত্র, ফটোগ্রাফার, কুমারকে মডেলিং করার জন্য পরামর্শ দেয়, যা তার চলচ্চিত্রে অভিষেকের প্রথম সোপানটি তৈরি করে দেয়।




অক্ষয় কুমার অভিনিত উল্লেখযোগ্য চলচ্চিত্রসমূহ
১৯৯১
সুগন্ধ
১৯৯২
ড্যান্সার,,মি. বন্ড,,খিলাড়ি,,দিদার
১৯৯৩
অশান্ত,,দিল কি বাজি,,কায়দা কানুন,,ওয়াক্ত হামারা হে,,সৈনিক
১৯৯৪

এলান,,ইয়ে দিল্লেগী,,জয় কিশান,,মহড়া,,মে খিলাড়ি তু আনাড়ি,,এক পে এক,,আমানত,,সোহাগ,,নজর কি সামনে,,জখমি দিল,,জালিম,,হাম হে বেমিশাল.

☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "অক্ষয় কুমার "

Post a Comment

যোগাযোগ ফর্ম

Name

Email *

Message *