রাজীব

রাজীব


রাজীব অভিনিত উল্লেখযোগ্য চলচ্চিত্রসমূহওয়াসীমুল বারী রাজীব (জানুয়ারি ১, ১৯৫২–নভেম্বর ১৪, ২০০৪) যিনি রাজিব নামেই বেশি পরিচিত, ছিলেন একজন বাংলাদেশী অভিনেতা। তিনি প্রায় চার শতাধিক বাংলা চলচিত্রে অভিনয় করেছেন। খলনায়ক হিসেবে সফল হলেও অনেক চলচ্চিত্রে ভিন্ন চরিত্রেও অভিনয় করেছেন তিনি। তার উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্য রয়েছে তিনি দাঙ্গা (১৯৯২), হাঙর নদী গ্রেনেড (১৯৯৭), ভাত দে (১৯৮৪) প্রভৃতি।


বাংলাদেশের চলচ্চিত্র জগতে তার অবদানের জন্য তাকে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেতার পুরস্কারে ভূষিত হন।

মৃত্যু
রাজিব ২০০৪ সালের ১৪ নভেম্বর ক্যান্সারে আক্রান্ত্র হয়ে ৫২ বছর বয়সে মৃত্যুবরণ করেন।

রাজীব অভিনিত উল্লেখযোগ্য চলচ্চিত্রসমূহ
১৯৮৪ ভাত দে
১৯৯২ দাঙ্গা
১৯৯৩ কেয়ামত থেকে কেয়ামত
১৯৯৪- বিক্ষোভ
১৯৯৪ অন্তরে অন্তরে
১৯৯৫ দেনমোহর
১৯৯৫ বাবার আদেশ
১৯৯৫ মহামিলন
১৯৯৫ স্বপ্নের ঠিকানা
১৯৯৬ সত্যের মৃত্যু নাই
১৯৯৬ দূর্জয়
১৯৯৬ স্বপ্নের পৃথিবী
১৯৯৭ হাঙর নদী গ্রেনেড
১৯৯৭ প্রেম পিয়াসী
১৯৯৭ বুকের ভেতর আগুন
১৯৯৮ ভন্ড
১৯৯৯ অনন্ত ভালবাসা
১৯৯৯ মগের মুল্লুক
২০০১ স্বপ্নের বাসর
২০০১ চেয়ারম্যান
২০০১ ওদের ধর
২০০২ মাস্তানের উপর মাস্তান

☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "রাজীব "

Post a Comment

যোগাযোগ ফর্ম

Name

Email *

Message *