রানী মুখার্জী

রানী মুখার্জী


রানী মুখার্জী অভিনিত উল্লেখযোগ্য চলচ্চিত্রসমূহরানী মুখার্জী (হিন্দি: रानी मुखर्जी; জন্ম মার্চ ২১, ১৯৭৮) হলেন একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী। তিনি ২০০০-এর দশকের বলিউডের অন্যতম জনপ্রিয় ও সর্বোচ্চ পারিশ্রমিক গ্রহীতা অভিনেত্রী ছিলেন। কর্মজীবনে তিনি সাতটি ফিল্মফেয়ার পুরস্কার সহ একাধিক পুরস্কার লাভ করেছেন।


মুখার্জি-সমর্থ পরিবারে জন্মগ্রহণ করলেও, যেখানে তার বাবা এবং আত্মীয়রা ভারতীয় চলচ্চিত্র শিল্পের সদস্য ছিলেন; সেখানে তিনি জীবিকা হিসেবে চলচ্চিত্রকে বেছে নেয়ার বিষয়ে উচ্চাভিলাষী ছিলেন না। যদিও, ছেলেবেলায়ই তিনি বাবার পরিচালিত বাংলা ভাষার চলচ্চিত্র বিয়ের ফুল (১৯৯৬) চলচ্চিত্রে সহ-চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে এবং পরবর্তীতে তার মায়ের সনির্বন্ধ অনুরোধে রাজা কি আয়েগি বারাত (১৯৯৭) সামাজিক নাট্য চলচ্চিত্রে মূখ্য ভূমিকায় অভিনয় করেন। এরপর নিয়মিত হিসেবে কর্মজীবন শুরু করেন কুছ কুছ হোতা হ্যায় (১৯৯৮) চলচ্চিত্রে শাহরুখ খানের বিপরীতে একটি সহযোগী চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে। তার কর্মজীবনের এই প্রাথমিক সাফল্যের পর, পরবর্তী তিন বছরের জন্য তার চলচ্চিত্র বক্স অফিসে দুর্বল অবস্থানে ছিল। যশ রাজ ফিল্মসের সাথিয়া (২০০২) নাট্য চলচ্চিত্রে অভিনয়ের পর তার কর্মজীবনের সাফল্য আসে।

রানী মুখার্জী অভিনিত উল্লেখযোগ্য চলচ্চিত্রসমূহতিনি তাঁর পিতা রাম মুখার্জী একজন অবসরপ্রাপ্ত পরিচালক। তাঁর মা কৃষ্ণা মুখার্জী চলচ্চিত্রে গান গাইতেন। তাঁর ভাই রাজা মুখার্জী একজন চিত্র প্রযোজক। তাঁর মাসি হলেন প্রখ্যাত চিত্রনায়িকা দেবশ্রী রায়। বলিউড তারকা অভিনেত্রী কাজল তাঁর সম্পর্কিত বোন।তিনি বিখ্যাত পরিচালক প্রযোজক যশ চোপড়া এর বড় ছেলে পরিচালক ও প্রযোজক আদিত্য চোপড়াকে বিয়ে করেন।

রানী মুখার্জী অভিনিত উল্লেখযোগ্য চলচ্চিত্রসমূহ
১৯৯৯, ফিল্মফেয়ার শ্রেষ্ঠ সহ-অভিনেত্রী পুরস্কার, কুছ কুছ হোতা হ্যায়
১৯৯৯, জি সিনে পুরস্কার, লাক্স বছরের মুখ, গুলাম ও কুছ কুছ হোতা হ্যায়
১৯৯৯, জি সিনে পুরস্কার শ্রেষ্ঠ সহ-অভিনেত্রী কুছ কুছ হোতা হ্যায়
২০০৩, স্টার পর্দা পুরস্কার বিশেষ জুরি পুরস্কার, সাথিয়া
২০০৩, ফিল্মফেয়ার, ফিল্মফেয়ার সমালোচকদের রায়ে শ্রেষ্ঠ অভিনয় পুরস্কার, সাথিয়া
২০০৩, সানসুই পুরস্কার বছরের শ্রেষ্ঠ অভিনয়, সাথিয়া
২০০৩, বলিউড পুরস্কার সবচেয়ে আকর্ষনীয় অভিনেত্রী, সাথিয়া
২০০৩, রাজীব গান্ধী পুরস্কার
২০০৪, বিবিসি ফিল্ম ক্যাফে শ্রেষ্ঠ অভিনেত্রী, চলতে চলতে
২০০৫, ফিল্মফেয়ার শ্রেষ্ঠ অভিনেত্রী পুরস্কার, হাম তুম
২০০৫, ফিল্মফেয়ার শ্রেষ্ঠ সহ-অভিনেত্রী পুরস্কার, যুবা
২০০৫, জি সিনে পুরস্কার শ্রেষ্ঠ অভিনেত্রী, হাম তুম
২০০৫, প্রথম জি.আই.এফ.এ. পুরস্কার শ্রেষ্ঠ অভিনেত্রী, হাম তুম
২০০৫, স্টার পর্দা পুরস্কার শ্রেষ্ঠ অভিনেত্রী, হাম তুম
২০০৫, স্টার পর্দা পুরস্কার শ্রেষ্ঠ সহ-অভিনেত্রী, যুবা
২০০৫, সিনেগোয়ার পুরস্কার শ্রেষ্ঠ অভিনেত্রী, হাম তুম
২০০৫, সিনেগোয়ার পুরস্কার শ্রেষ্ঠ সহ-অভিনেত্রী, বীর-জারা
২০০৫, আই.আই.এফ.এ. শ্রেষ্ঠ অভিনেত্রী পুরস্কার হাম তুম
২০০৫, আই.আই.এফ.এ. শ্রেষ্ঠ সহ-অভিনেত্রী পুরস্কার বীর-জারা
২০০৫, বলিউড পুরস্কার শ্রেষ্ঠ অভিনেত্রী, হাম তুম
২০০৫, বলিউড পুরস্কার শ্রেষ্ঠ সহ-অভিনেত্রী, যুবা
২০০৬, রেডিফ চলচ্চিত্র পুরস্কার শ্রেষ্ঠ অভিনেত্রী, ব্ল্যাক
২০০৬, স্টার পর্দা পুরস্কার শ্রেষ্ঠ অভিনেত্রী, ব্ল্যাক
২০০৬, স্টারডাস্ট বছরের সেরা তারকা পুরস্কার - নারী, ব্ল্যাক
২০০৬, ফিল্মফেয়ার শ্রেষ্ঠ অভিনেত্রী পুরস্কার, ব্ল্যাক
২০০৬, ফিল্মফেয়ার সমালোচকদের রায়ে শ্রেষ্ঠ অভিনয় পুরস্কার, ব্ল্যাক
২০০৬, জি সিনে পুরস্কার শ্রেষ্ঠ অভিনেত্রী, ব্ল্যাক
২০০৬, বিবিসি ফিল্ম ক্যাফে শ্রেষ্ঠ অভিনেত্রী, ব্ল্যাক
২০০৬, আই.আই.এফ.এ. শ্রেষ্ঠ অভিনেত্রী পুরস্কার ব্ল্যাক

☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "রানী মুখার্জী "

Post a Comment

যোগাযোগ ফর্ম

Name

Email *

Message *