নাসির খান

নাসির খান


নাসির খান অভিনিত উল্লেখযোগ্য চলচ্চিত্রসমূহনাসির খান ( জন্মঃ ১৭সেপ্টেম্বর ১৯৫৯) একজন বাংলাদেশী অভিনেতা। তিনি খলনায়কের চরিত্রে অভিনয় করতেন। নাসির খান পাঁচশতাধিক বাংলা চলচিত্রে অভিনয় করেছিলেন। তার উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্য রয়েছে বেদের মেয়ে জোস্ন্যা, অন্তরে অন্তরে, বিক্ষোভ, এইঘার এই সংসার প্রভৃতি।






চলচ্চিত্র জীবন
নাসির খান পাঁচশতাধিক বাংলা চলচিত্রে অভিনয় করেছিলেন।নাসির খান খলনায়ক হিসেবে বেশি পরিচিত। তাঁর দেওয়া বিভিন্ন সংলাপ দর্শকদের মুখে মুখে এখনো শুনা যায়। " মামা বলতো ভাগ্নে বেশী লোভ করিসনে ", " আমার দয়া আছে কিন্তু মায়া নাই " ," কথা কম কাজ বেশী মানুষকে আমি বড় ভালোবাসি ", " আমার দুঃখ আছে কিন্তু কষ্ট নাই " মুরব্বি যা বলে বুদ্ধিমা নরা সে মত চলে`` এই সংলাপগুলো অন্যতম। নাসির খান অভিনীত চলচিত্রের মধ্যে বেদের মেয়ে জোস্ন্যা, অন্তরে অন্তরে, বিক্ষোভ, এইঘার এই সংসার, ভন্ড উল্লেখযোগ্য । আলিফ লায়লা, সুপারম্যান, রবিনহুড ইত্যাদি বেশ কিছু শিশুতোষ চলচিত্রে অভিনয় করে তিনি শিশুদের কাছেও জনপ্রিয় ছিলেন। কিন্তু তাঁর কাজের স্বীকৃতি স্বরূপ তাঁকে কোন রাষ্ট্রীয় বা জাতীয় সম্মান দেওয়া হয়নি। নাসির খান ছাত্র জীবনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সাংস্কৃতিক সম্পাদক ছিলেন। তিনি বাংলাদেশ চলচিত্র শিল্পী সমিতির সহ-সভাপতি ছিলেন। তিনি মৃত্যুর আগ পর্যন্ত বাংলাদেশ চলচিত্র শিল্পী সমিতির সর্বাধিক ভোটে নির্বাচিত কার্যকারী সদস্য ছিলেন। মানুষের ভালোবাসায় সিক্ত নাসির খান ভক্তদের মাঝে বেচেঁ আছেন, যার স্বীকৃতি স্বরূপ তিনি যে এলাকায় বসবাস করতেন তা আজ নাসির খানের গলি নামে পরিচিত।

নাসির খান অভিনিত উল্লেখযোগ্য চলচ্চিত্রসমূহ
শবনম (২০১৪)
জিদ্দি বউ (২০১২)
তুমি কি সেই (২০০৯)
বুলেট (২০০৭)
ময়দান (২০০৭)
ক্যাপ্টেন মারুফ (২০০৭)
উল্টা পাল্টা ৬৯ (২০০৭)
দাপট (২০০৬)
ভণ্ড নেতা (২০০৪)
ভাইয়ের শত্রু ভাই (২০০৪)
জীবনের গ্যারান্টি নাই (২০০৪)
আজকের সমাজ (২০০৪)
বিগ বস (২০০৩)
ভাইয়া (২০০২)
মাস্তানের উপর মাস্তান (২০০২)
স্বপ্নের বাসর (২০০১)
শিকারী (২০০১) - শফিক
রংবাজ বাদশা (২০০১)
হীরা চুনি পান্না (২০০০)
মরণ কামড় (১৯৯৯)
অনন্ত ভালবাসা (১৯৯৯)
ভন্ড (১৯৯৮)
হাঙর নদী গ্রেনেড (১৯৯৭)
স্বপ্নের নায়ক (১৯৯৭)
মায়ের অধিকার (১৯৯৬)
এই ঘর এই সংসার (১৯৯৬)
দেনমোহর (১৯৯৫)
স্নেহ (১৯৯৪) - নাসির খান
বালিকা হলো বধূ (১৯৯৪)
বিক্ষোভ (১৯৯৪)
অন্তরে অন্তরে (১৯৯৪)
বেদের মেয়ে জোসনা (১৯৮৯)
গারিয়াল ভাই
রাক্ষস
মাস্তান
শীর্ষ সন্ত্রাসী
গ্রেফতার
সম্রাট
ক্ষুদা
চিরদিনের সাথী
আকর্ষণ
কুচবরণ কন্যা
লুটরারজ
তের পান্ডা এক গুন্ডা
নয়া কসাই

☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "নাসির খান "

Post a Comment

যোগাযোগ ফর্ম

Name

Email *

Message *