এটিএম শামসুজ্জামান

এটিএম শামসুজ্জামান


এটিএম শামসুজ্জামান অভিনিত উল্লেখযোগ্য চলচ্চিত্রসমূহএটিএম শামসুজ্জামান (জন্ম ১০ সেপ্টেম্বর ১৯৪১) হলেন একজন বাংলাদেশী অভিনেতা, পরিচালক, কাহিনীকার, চিত্রনাট্যকার, সংলাপকার ও গল্পকার। অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন পাঁচ বার, তন্মধ্যে দায়ী কে? (১৯৮৭) চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে; ম্যাডাম ফুলি (১৯৯৯), চুড়িওয়ালা (২০০১) ও মন বসে না পড়ার টেবিলে (২০০৯) চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ কৌতুক অভিনেতা বিভাগে; এবং চোরাবালি (২০১২) চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে পুরস্কৃত হন। শিল্পকলায় অবদানের জন্য ২০১৫ সালে তিনি বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা একুশে পদকে ভূষিত হন।


চলচ্চিত্র জীবন
এটিএম শামসুজ্জামানের চলচ্চিত্র জীবনের শুরু ১৯৬১ সালে পরিচালক উদয়ন চৌধূরির বিষকন্যা চলচ্চিত্রে সহকারী পরিচালক হিসেবে। প্রথম কাহিনী ও চিত্রনাট্য লিখেছেন জলছবি চলচ্চিত্রের জন্য। ছবির পরিচালক ছিলেন নারায়ণ ঘোষ মিতা, এ ছবির মাধ্যমেই অভিনেতা ফারুকের চলচ্চিত্রে অভিষেক। এ পর্যন্ত শতাধিক চিত্রনাট্য ও কাহিনী লিখেছেন। প্রথম দিকে কৌতুক অভিনেতা হিসেবে চলচ্চিত্র জীবন শুরু করেন তিনি। অভিনেতা হিসেবে চলচ্চিত্র পর্দায় আগমন ১৯৬৫ সালের দিকে। ১৯৭৬ সালে চলচ্চিত্রকার আমজাদ হোসেনের নয়নমণি চলচ্চিত্রে খলনায়কের চরিত্রে অভিনয়ের মাধ্যমে আলোচনা আসেন তিনি। ১৯৮৭ সালে কাজী হায়াত পরিচালিত দায়ী কে? চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। তিনি রেদওয়ান রনি পরিচালিত চোরাবালিতে অভিনয় করেন ও শ্রেষ্ঠ পার্শ্ব-চরিত্রে অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান।

এটিএম শামসুজ্জামান অভিনিত উল্লেখযোগ্য চলচ্চিত্রসমূহ
১৯৬৯ মলুয়া
১৯৭০ বড় বউ
১৯৭২ অবুঝ মন,ওরা ১১ জন
১৯৭৩ শ্লোগান,স্বপ্ন দিয়ে ঘেরা
১৯৭৪ সংগ্রাম,ভুল যখন ভাঙ্গলো,চোখের জলে
১৯৭৫ লাঠিয়াল মকবুল,অভাগী
১৯৭৬ নয়নমনি মোড়ল
১৯৭৭ যাদুর বাঁশি
১৯৭৮ গোলাপী এখন ট্রেনে,অশিক্ষিত
১৯৭৯ সূর্য দীঘল বাড়ী
১৯৮০ ছুটির ঘন্টা
১৯৮২ লাল কাজল
১৯৮৩ পুরস্কার
১৯৮৪ প্রিন্সেস টিনা খান
১৯৮৫ রামের সুমতি
১৯৮৬ ঢাকা ৮৬
১৯৮৭ দায়ী কে?,রাজলক্ষ্মী শ্রীকান্ত
১৯৯০ দোলনা
১৯৯১ পদ্মা মেঘনা যমুনা
১৯৯৬ অজান্তে
১৯৯৭ স্বপ্নের নায়ক
১৯৯৯ তোমার জন্য পাগল
২০০২ চুড়িওয়ালা
২০০২ শ্বশুরবাড়ী জিন্দাবাদ
২০০৩ জামাই শ্বশুর
২০০৪ শাস্তি,মোল্লা বাড়ির বউ
২০০৫ হাজার বছর ধরে,আমার স্বপ্ন তুমি
২০০৬ দাদীমা হরিপদ সরদার,আয়না
২০০৭ ডাক্তার বাড়ী
২০০৯ চাঁদের মতো বউ,মন বসেনা পড়ার টেবিলে,এবাদাত
২০১০ বিশ্বাস,পরান যায় জ্বলিয়ারে
২০১১ কুসুম কুসুম প্রেম,গেরিলা
২০১২ লাল টিপ ,চোরাবালি
২০১৩ পাগল তোর জন্য রে
২০১৪ দুটি মনের পাগলামি
২০১৫ দ্য স্টোরি অব সামারা,দুই বেয়াইয়ের কীর্তি
২০১৬ আইসক্রিম
২০১৮ পাংকু জামাই
২০১৯ রাত্রির যাত্রী

☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "এটিএম শামসুজ্জামান "

Post a Comment

যোগাযোগ ফর্ম

Name

Email *

Message *