
আমজাদ খান
Baca Juga

মৃত্যু
১৯৭৬ সালে আমজাদ খান মুম্বাই-গোয়া হাইওয়েতে তিনি দুর্ঘটনার কবলে পড়েন। তিনি গোয়াহ যাচ্ছিলেন দ্য গ্রেট গ্যাম্বলার সিনেমার শুটিং এর জন্য।সিরিয়াস ইঞ্জুরির দরুন তাকে কোমায় চলে যেতে হয়েছিল কিন্তু,তিনি রিকভার করেন। কিন্তু,কোমায় থাকার সময়ে নেওয়া ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া তাকে স্থূলকায় করে তোলে। এর দরুন ১৯৯২ সালে তিনি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন।
☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "আমজাদ খান"
Post a Comment