ওমর সানী
ওমর সানী হলেন একজন বাংলাদেশী জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা।তার উল্লেখযোগ্য সিনেমার মধ্যে চাঁদের আলো, কুলি, দোলা ইত্যাদি।
অভিনয় জীবন
সালমান-শাবনূর আর মৌসুমী-ওমর সানী জুটির কোন ছবি রিলেজ হলে সমর্থক গোষ্ঠীর মাঝে যুদ্ধের দামামা বেজে যেত। ''দোলা'' চলচ্চিত্রে অভিনয় করার সময় ওমর সানি এবং মৌসুমীর পরিচয় থেকে পরবর্তীতে পরিনয়ে গড়ায়। এই দম্পত্তির দুটি সন্তান– পুত্র ফারদিন এবং কন্যা ফাইজা।
পরবর্তীতে ''ওরা দালাল'' চলচ্চিত্রের মাধ্যমে তিনি আবারও ফিরে আসেন, কিন্তু নায়ক হিসেবে নয়, খলনায়ক হিসেবে। খলনায়ক হিসেবেও ওমর সানি সফলতা পান। দীর্ঘদিন পরে হলেও ওমর সানি আবার নতুন করে নায়ক হিসেবে চলচ্চিত্রে ফিরতে আগ্রহী হয়েছেন। শরীরের অতিরিক্ত মেদ ঝরিয়ে নায়ক হিসেবে বিভিন্ন চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়ে কাজ শুরু করেছেন।
ওমর সানী অভিনিত উল্লেখযোগ্য চলচ্চিত্রসমূহ
১৯৯২ এই নিয়ে সংসার
১৯৯৩ চাঁদের আলো
১৯৯৩ প্রেম পতিশোধ
১৯৯৪ মহৎ
১৯৯৪ আখেরি হামলা
১৯৯৪ চাঁদের হাসি
১৯৯৪ দোলা
১৯৯৫ আত্ম অহংকার
১৯৯৭ কুলি
২০১৩ আমি তুমি সে
২০১৩ পাগল তোর জন্য রে
২০১৩ আজব প্রেম
অভিনয় জীবন
সালমান-শাবনূর আর মৌসুমী-ওমর সানী জুটির কোন ছবি রিলেজ হলে সমর্থক গোষ্ঠীর মাঝে যুদ্ধের দামামা বেজে যেত। ''দোলা'' চলচ্চিত্রে অভিনয় করার সময় ওমর সানি এবং মৌসুমীর পরিচয় থেকে পরবর্তীতে পরিনয়ে গড়ায়। এই দম্পত্তির দুটি সন্তান– পুত্র ফারদিন এবং কন্যা ফাইজা।
পরবর্তীতে ''ওরা দালাল'' চলচ্চিত্রের মাধ্যমে তিনি আবারও ফিরে আসেন, কিন্তু নায়ক হিসেবে নয়, খলনায়ক হিসেবে। খলনায়ক হিসেবেও ওমর সানি সফলতা পান। দীর্ঘদিন পরে হলেও ওমর সানি আবার নতুন করে নায়ক হিসেবে চলচ্চিত্রে ফিরতে আগ্রহী হয়েছেন। শরীরের অতিরিক্ত মেদ ঝরিয়ে নায়ক হিসেবে বিভিন্ন চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়ে কাজ শুরু করেছেন।
ওমর সানী অভিনিত উল্লেখযোগ্য চলচ্চিত্রসমূহ
১৯৯২ এই নিয়ে সংসার
১৯৯৩ চাঁদের আলো
১৯৯৩ প্রেম পতিশোধ
১৯৯৪ মহৎ
১৯৯৪ আখেরি হামলা
১৯৯৪ চাঁদের হাসি
১৯৯৪ দোলা
১৯৯৫ আত্ম অহংকার
১৯৯৭ কুলি
২০১৩ আমি তুমি সে
২০১৩ পাগল তোর জন্য রে
২০১৩ আজব প্রেম
☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "ওমর সানী "
Post a Comment