
শাবানা
Baca Juga

প্রাথমিক জীবন
শাবানা ১৯৫২ সালের ১৫ জুন তৎকালীন পূর্ব পাকিস্তানের (বর্তমান বাংলাদেশ) চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার ডাবুয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম ফয়েজ চৌধুরী যিনি একজন টাইপিস্ট ছিলেন এবং মা ফজিলাতুন্নেসা ছিলেন গৃহিনী। শাবানার ছোট খালা ছিলেন তাঁর প্রিয় পাত্র। তাঁর নানার বাসা কাছেই ছিল তাদের বাসা থেকে। শাবানা গেন্ডারিয়া হাই স্কুলে ভর্তি হলেও তার পড়ালেখা ভালো লাগত না। শাবানা প্রাতিষ্ঠানিক শিক্ষার তাই ইতি ঘটে মাত্র ৯ বছর বয়সে।চলচ্চিত্রকার এহতেশাম ছিলেন তার চাচা। শাবানার বাবার খালাতো ভাই। তার মাধ্যমেই শাবানার চলচ্চিত্রে আগমন হয়।
চলচ্চিত্র জীবন
শাবানার চলচ্চিত্র কর্মজীবনের সূচনা হয় শিশু শিল্পী হিসেবে নতুন সুর চলচ্চিত্র দিয়ে। তিনি ২৯৯টি চলচ্চিত্রে অভিনয় করেন, যার মধ্যে ১৩০টি চলচ্চিত্রে তার বিপরীতে ছিলেন আলমগীর।
পুরস্কার ও সম্মাননা

শাবানা অভিনিত উল্লেখযোগ্য চলচ্চিত্রসমূহ
১৯৬১ নতুন সুর
১৯৬৬
আবার বনবাসে রূপবান সোনাভান
ডাক বাবু
১৯৬৭
চকোরী চকোরী
কুলি
ছোটে সাহাব
১৯৬৮
চান্দ অউর চান্দনী চান্দনী
পায়েল
১৯৬৯
আনাড়ি
দাঘ সালমা
বিজলী
১৯৭০
একই অঙ্গে এত রূপ
চান্দ সুরজ
ছদ্মবেশী
মধুমিলন
১৯৭২
অবুঝ মন
ওরা ১১ জন
চৌধুরী বাড়ি
ছন্দ হারিয়ে গেল
সমাধান
স্বীকৃতি
১৯৭৩
অতিথি
ঝড়ের পাখি
১৯৭৪
অবাক পৃথিবী
কার হাসি কে হাসে
চোখের জলে
১৯৭৫
অভাগী
চাষীর মেয়ে
বানজারান
বাদশাহ
দুই রাজকুমার
সাধু শয়তান
১৯৭৬
আগুন
গড়মিল
জয় পরাজয়
১৯৭৭
অমর প্রেম
জননী
দোস্ত দুশমন
যাদুর বাঁশি
১৯৭৮
আলংকার
অঙ্গার
তুফান
ফকির মজনু শাহ
বধূ বিদায়
মায়ার বাঁধন
সোহাগ
১৯৭৯
অনুরাগ
মাটির ঘর
বিজয়িনী সোনাভান
১৯৮০
আলিফ লায়লা
ছক্কা পাঞ্জা
ছুটির ঘণ্টা
শেষ উত্তর
সখী তুমি কার
১৯৮১
অংশীদার
আল্লাহ মেহেরবান
ওস্তাদ সাগরেদ
কুদরত
ঘরনী
ঝুমকা
পুত্র বধূ
বাদল
নবাবজাদী
বাঁধন হারা
ভাঙ্গা গড়া
মহানগর পান্না
রাজার রাজা
স্বামী
১৯৮২
আশার আলো
দুই পয়সার আলতা
নালিশ
রজনীগন্ধা
লাল কাজল
১৯৮৩
ঘরের বউ
নাজমা
লালু ভুলু
১৯৮৪
নতুন পৃথিবী
ভাত দে
মায়ের আঁচল
সখিনার যুদ্ধ
নসীব
হিম্মতওয়ালী
বাসেরা
১৯৮৫
মা ও ছেলে
হালচাল
১৯৮৬
শত্রু
অশান্তি
চাঁপা ডাঙ্গার বউ
নিশানা
১৯৮৭
অপেক্ষা
রাজলক্ষ্মী শ্রীকান্ত
সারেন্ডার
স্বামী স্ত্রী
লালু মাস্তান
১৯৮৯
রাঙা ভাবী
সত্য মিথ্যা
ভাইজান মায়া
ব্যথার দান
১৯৯০
মরণের পরে
গরীবের বউ
ভাই ভাই
১৯৯১
অচেনা
টপ রংবাজ
পিতা মাতা সন্তান
স্ত্রীর পাওনা
সান্ত্বনা
আন্ধি
১৯৯২
অন্ধ বিশ্বাস
ক্ষমা
লক্ষ্মীর সংসার
১৯৯৩
অবুঝ সন্তান
বাংলার বধূ
১৯৯৪
ঘাতক
ঘরের শত্রু
স্নেহ
১৯৯৫
বাংলার নায়ক
কন্যাদান
১৯৯৬
অজান্তে
দূর্জয়
নির্মম
সত্যের মৃত্যু নেই
সুখের স্বর্গ
১৯৯৭
স্বামী কেন আসামী
পালাবি কোথায়
ঘরে ঘরে যুদ্ধ
☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "শাবানা "
Post a Comment