মনির খান
সঙ্গীত জীবন
১৯৮৯ সালে মনির খান খুলনা রেডিওতে অডিশন দিয়ে আধুনিক গানের শিল্পী হিসেবে তালিকাভুক্ত হন। ১৯৯১ সালের আগস্ট মাস পর্যন্ত তিনি এখানে একজন নিয়মিত শিল্পী হিসেবে গান করেন।
১৯৯১ সালের ৫ই সেপ্টেম্বর এখান থেকে এন. ও. সি নিয়ে তিনি ঢাকায় চলে আসেন। ঢাকাতে আসার পরও তিনি বেশ কিছু গুরুজনদের কাছে গান শিখেছেন। তাদের মধ্যে রয়েছেন আবুবক্কার সিদ্দিক, মঙ্গল চন্দ্র বিশ্বাস, সালাউদ্দীন আহমেদ, অনুপ চক্রবর্তীসহ আরও অনেকে। তিনি যখন যার মধ্যে ভাল কিছু পেয়েছেন সেগুলি নিজের আয়ত্বে নেয়ার চেষ্টা করেছেন।
এইভাবে বেশ কিছুদিন যাবার পর তিনি অডিও মার্কেটে একটি স্থান নেবার কথা ভাবলেন। চিন্তা অনুযায়ী কাজ শুরু করলেন। মূলত কুটি মনসুরের উৎসাহে উৎসাহিত হয়ে মনির খান বাজারে নিজের গাওয়া গানের অ্যালবাম বের করার সিদ্ধান্ত নিলেন। জনপ্রিয় সুরকার, গীতিকার এবং সঙ্গীত পরিচালক মিল্টন খন্দকারের সান্নিধ্য পাবার চেষ্টা করলেন। মিল্টন খন্দকার মনির খানের গান শুনে খুশী হয়ে তাঁর কণ্ঠে গাওয়া গানের একটি ক্যসেট বের করতে রাজি হলেন। ক্যাসেট বের করার উদ্দেশ্যে মনির আরও ভাল ভাবে গান চর্চার মাধ্যদিয়ে নিজেকে একজন পরিপূর্ণ শিল্পী হিসেবে তৈরী করতে চেষ্টা করলেন। নিজেকে প্রস্তুত করতে মনির খানের সময় লেগেছিল ১৯৯২ থেকে ১৯৯৬ পর্যন্ত দীর্ঘ চার বছর।
১৯৯৬ সালে বিউটি কর্নার থেকে তার ১২টি গানের প্রথম একক অ্যালবাম তোমার কোন দোষ নেই বের হয়। অ্যালবামটি দারুণ জনপ্রিয়তা পায়। অ্যালবামটি জনপ্রিয়তা পাবার পর মনির খান রাতারাতি বিখ্যাত হয়ে গেলেন। এরপর মনির খান আর থেমে থাকেননি। তিনি একের পর গানের অ্যালবাম বের করেছেন এবং প্রতিটি অ্যালবামে সফলতা পেয়েছেন।
অ্যালবাম
মনির খানের ৪২টি একক অ্যালবাম এবং ৩০০ এর অধিক দ্বৈত ও মিশ্র অ্যালবাম প্রকাশিত হয়েছে। এছাড়াও তিনি প্রায় ১০০ টির উপর চলচ্চিত্রে কণ্ঠ দিয়েছেন।
একক অ্যালবাম
☞তোমার কোন দোষ নেই ১৯৯৬
☞সুখে থাকা হলো না আমার ১৯৯৭
☞জোর করে ভালবাসা হয় না ১৯৯৮
☞অনেক স্বপ্ন ছিলো তোমাকে নিয়ে ১৯৯৯
☞এ কেমন জীবন ২০০০
☞কেন তুমি এতোটা পাষাণ
☞এই চাঁদমুখ
☞সে তো আর ফিরে এলোনা ২০০০
☞যে ভুল করেছি আমি
☞বুকটা আমার ভাঙ্গা বাড়ি
☞কত সুখে আছি আমি ২০০০
☞এত ব্যাথা রাখবো কি করে
☞তুমি দুরের মানুষ হয়ে গেলে
☞একবার তুমি নিলেনা খবর ২০০০
☞একুল আর ওকূল হারাইলাম দুকুল
☞ভেঙ্গে দিলে সাজানো জীবন
☞চোখের জলে ভাসি
☞কি যে আগুন আমার বুকে
☞আবার কেন পিছু ডাকো
☞স্মৃতি নিয়ে বেঁচে আছি
☞মনের মানুষ হয়না যেন পর
☞ভালোবেসে কেউ সুখী নয়
☞সুখ কপালে নেই
☞ভালোবাসার মানুষ পাইলাম না
☞মন কাঁন্দেরে
☞ভালবেসে যারা কেঁদেছে
☞এভাবে কি বেঁচে থাকা যায়
☞কি করে ভুলিবো তারে
☞কেয়ামত
☞একবার এসে দেখে যাও
☞হৃদয়ে ভালোবাসা
☞শুধু একবার কথা দাও
☞ভালবেসে কাঁদলাম
☞তোমার জন্য
☞তোমার আমার প্রিয় বাংলাদেশ
☞দূরের কাশবন
☞বড় ব্যথা এই বুকে
☞ইতি তোমার দেবদাস
☞এত কেন কাঁদালে
☞বিরহের সানাই
☞লীলাবতি ২০১৬
☞ঘুম নেই দুটি চোখে ২০১৮
মনির খানের তিন শতাধিক দ্বৈত ও মিশ্র অ্যালবাম রয়েছে। এখানে কিছু দ্বৈত ও মিশ্র অ্যালবামের নাম উল্লেখ করা হলো-
☞১৫ কোটি মানুষের ৩০ কোটি হাত
☞আমার আপন কেহ নাই
☞আমার একটাই তো মন
☞আমার একটাই তুমি
☞আমার কি দোষ
☞আমার ভালোবাসা ফিরিয়ে দাও
☞আমি শুধু দুঃখ পেতে এলাম
☞আম্মা
☞আমরা দুজন
☞আনমনা
☞আপনজন
☞আর ভালোবাসা চাইনা
☞আসবে তুমি
☞বাঁধন
☞বান্ধব আমার চোখের মণি
☞বেদনার বালুচরে
☞ব্যর্থ প্রেমের গল্প
☞বিজয়ের প্রাপ্তি
☞বিন্দু বিন্দু ভালোবাসা
☞বিরহের চোরাবালি
☞বিরহী হৃদয়
☞বিয়ের ফুল
☞বোঝেনি তুমি
☞বন্ধু আমি ভালো নেই
☞বড় একা একা আছি আমি
☞বড় মায়া লাগে
☞বড় সুখে আছো
☞বড় ভালবাসে দুঃখ আমাকে
☞বুঝলিনা মন দুনিয়াধারী
☞বুকের জমানো বেদনা
☞ভুলনা একতারা গান
☞চান্দের বাত্তি
☞ছোট্ট ছোট্ট আশা
☞দৈনিক ভালবাসা
☞দু চোখে ব্যথার শ্রাবণ
☞দুই ভুবনের দুই বাসিন্দা
☞দুঃখ আমাকে কাঁদায়
☞দুঃখ কষ্ট যন্ত্রণা
☞দুঃখ ভরা হৃদয়
☞দুঃখ ভরা জীবন
☞দুটি চোখে নদী
☞এ আমার শেষ অনুরোধ
☞এই কি প্রেমের প্রতিদান
☞একা একা লাগে
☞একা তুমি জানলে না
☞একটু ভালোবাসা চাই
☞ফিরিয়ে দাও আমার প্রেম
☞গানের মেলা- ভলিউম ১
☞হয়তো তোমার জন্য
☞হৃদয়ের গান ২
☞যেতে চাই প্রেম নগর
☞জীবনের মানে
☞খাঁচার পাখী
☞কাঁদে মন
☞কালো মাইয়ার কালো চোখ
☞কাশফুলের মালা
☞কেন যে ভালবাসিলাম
☞কেউ বোঝেনা দুঃখ আমার
☞কি দোষে দোষী
☞কি ভাবে কাঁদালে আমায়
☞ক্ষমা করো উপমা
☞কষ্টেরা বুকে বাসা বেঁধেছে
☞কষ্টের গাঙচিল
☞কষ্ট আমার
☞কষ্ট
☞কথা রটেছে
☞কত আর ব্যথা দেবে
☞কোনো অভিযোগ ছিলনা আমার
☞মানুষের জীবন
☞মেঘে ঢাকা মন
☞মন কার লাগিয়া কাঁদো
☞মন খুঁজে তোমাকে
☞মন সারেং
☞নিরব চিঠি
☞নিরবতা
☞নিংসঙ্গ
☞নিঃস্ব করে দিলি
☞নয়ন মণি
☞অধিকার
☞ঐ দুটি চোখে
☞অনামিকা তুমি
☞অনেক কষ্ট তুমি দিয়েছ
☞অনন্ত অপেক্ষা
☞অনন্ত ভালবাসা
☞অন্তর কান্দে
☞অনুরোধ
☞অভিমান
☞পারবো না ভুলে যেতে তোমাকে
☞প্রবঞ্চনা
☞প্রেমের গুরু
☞প্রেমের জুয়াড়ি
☞প্রেমের শরীর
☞প্রিয়া নেই পৃথিবীতে
☞রক্ত দিয়ে লিখা
☞সাজিয়ে দেব ভালোবাসা
☞সানাই
☞সেই যে তুমি চলে গেলে
☞শেষ অনুরোধ
☞শেষ পরিচয়
☞শেষ প্রহর
☞স্বপ্ন মহল
☞ষোল আনা ভালোবাসা
☞সজনী কথা রাখেনি
☞সুখ কপালে সইলো না
☞সুখী হও চিরো সুখী
☞সুপার সিক্স
☞তাঁরকা মেলা পর্ব ১
☞তাঁরকা মেলা পর্ব ২
☞তোমাকে জানাই অভিনন্দন
☞তোমাকেই ভালোবাসি
☞তোমার জন্য ভালোবাসা
☞তোমারই আশায়
☞তোমারই প্রতীক্ষায়
☞তুমি আমার স্বপ্ন
☞তুমি আমার তেমনি একজন
☞তুমি একজনই তো বন্ধু আমার
☞ভালো লাগে তোমাকে
☞ভালোবাসা দুঃখ ছাড়া কিছু নয়
☞ভালোবাসার যন্ত্রণা
☞ভালোবাসার মরুভূমি
☞ভালোবাসে যুগে যুগে কেঁদেছে মানুষ
☞ভালোবেসে সুখ নেই
☞ভালোবেসে সুখী হয় ক’জন
☞ভালোবাসে ভুল করেছি
☞ভাঙ্গা গড়া
☞ভেজা চোখ
☞দুঃখ সুখের গল্প
☞যদি মরতে না পারি
☞আলতা
☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "মনির খান"
Post a Comment